Menu

আর্যাতর্জা কী

Last Update : December 25, 2021

আর্যাতর্জা

 

ঢাক ঢোল সহযোগে ছড়া জাতীয় কোনো রচনাকে একটানা সুরে গাওয়ার রীতিকে “আর্যাতর্জা’ বলা হয়েছে। ড. সুকুমার সেন বলেছেন: 

অষ্টাদশ শতকের পূর্ব হইতেই ছড়া কাটিয়া ঢোল কাঁসর সঙ্গতে গান করার পদ্ধতি ধর্মঠাকুর ও শিবের গাজনে প্রচলিত ছিল। এইরূপ ছড়াকে বলিত আর্যা অথবা তর্জা অথবা আর্যাতর্জা।

‘আর্জা’ শব্দটি সংস্কৃত ছড়া জাতীয় পদ অর্থে ব্যবহৃত হত : যেমন ‘আর্যা সপ্তবতী’। প্রাকৃত এবং অপভ্রংশ ভাষায় লিখিত ছড়াকেও আর্যা বলা হত; যেমন ‘শুভঙ্করের আর্যা’।

আরো পড়ুন--  বাইশা বা বাইশ কবির মনসামঙ্গল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!