Last Update : August 6, 2024
আলমগীর নাটক 1921 : ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের শ্রেষ্ঠ নাটক ‘আলমগীর’। এই নাটক সম্পর্কিত টীকা সন্নিবেশিত হলো।
Table of Contents
আলমগীর নাটক 1921, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
- নাটকের প্রকৃতি : ঐতিহাসিক নাটক।
নাটকের বিষয়বস্তু
- নাট্যকার হিন্দু-মুসলমান ঐক্যের আদর্শকে মূর্ত করে তুলবার প্রেরণায় যথেচ্ছভাবে ঘটনাবিন্যাস করেছেন, মহারাণী মীরাবাঈ-এর মেবার ত্যাগ করে রূপনগরে উপস্থিতি, ভীমসিংহ-জয়সিংহের মহাশত্রু ঔরঙ্গজেবের সম্মুখে গমন প্রভুতি ঐতিহাসিক ঘটনায় আলোচ্য নাটকের বিষয়বস্তু।
- নাটকটি ‘ক্ষীরোদপ্রসাদের কীর্তির বিজয় বৈজয়ন্তী’।
নাটকের বিশেষত্ব
- ঔরঙ্গজেব চরিত্রের দ্বিধাদীর্ণ ব্যক্তিত্ব চিত্রণে নাট্যকার বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন।
- ঔরঙ্গজেব চরিত্রে শিশিরকুমার ভাদুড়ীর অসাধারণ অভিনয় নৈপুণ্যে নাটকখানি বঙ্গবাসীর হৃদয়ে অম্লান ভাবে মুদ্রিত হয়ে রয়েছে।
- নাটকটির সঙ্গে বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’ উপন্যাসের সাদৃশ্য রয়েছে।
- ক্ষীরোদপ্রসাদের আলমগীর এক অপূর্ব চরিত্র। তিনি প্রচন্ড ক্ষমতাশালী অথচ নিতান্ত দুর্বল।
- নাটকের মধ্য আলমগীর-উদিপুরী ও রাজসিংহ-ভীমসিংহ-জয়সিংহের কাহিনী পরস্পরের সঙ্গে মিলিতভাবে অগ্রসর হয়েছে।
- চরিত্রের উপস্থাপনা, বিভিন্ন ঘটনা ও পরিবেশ রচনাতে নাট্যকার দ্বিজেন্দ্রলালের অনুকরণ করেছেন।
- সর্বোপরি, ঐতিহাসিক ঘটনাবলীকে নাটকীয় প্রয়োজনে পুঞ্জিত করে তোলার সহজ দক্ষতা ক্ষীরোদপ্রসাদের ছিল।