Menu

আলালের ঘরের দুলাল 1858, প্যারীচাঁদ মিত্র 

Last Update : August 10, 2024

আলালের ঘরের দুলাল 1858 : প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল নামক নকশাধর্মী রচনাটি অনেকক্ষেত্রেই বাংলায় রচিত প্রথম উপন্যাস হিসেবে পরিগণিত হয়। যদিও সার্থক উপন্যাস হিসেবে এটিকে গ্রহণ করা যায় না।

আলালের ঘরের দুলাল 1858 (১৮৫৮ খ্রি:), প্যারীচাঁদ মিত্র 


  • নক্সা জাতীয় উপন্যাসধর্মী রচনা /সামাজিক নকশা। 

বিভিন্ন পরিচয়

  • ক.  ব্রজেন্দ্রনাথ বন্দোপাধ্যায় সাহিত্য সাধক চরিতমালায় একে উপন্যাস রূপে চিত্রিত করেছেন।
  • খ. সুকুমার সেন এই গ্রন্থকে কতকটার ডিকেন্সের ‘পিকউইক পেপার্স ’ – এর মতো চিএোপন্যাস বলেছেন। 
আরো পড়ুন--  মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (১৭৬২-১৮১৯)

বিষয়বস্তু

  • অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকের কলকাতা ও শহরতলীর চিত্র এই উপন্যাসের বিষয়বস্তু। 
  • তৎকালীন কলকাতার নগর জীবনের ব্যভিচার, শিক্ষাদীক্ষার সজীব চিত্র তথা কলকাতার সমকালীন শিক্ষাবিভ্রাটের পরিচয় প্যারীচাঁদ নৈপুণ্যের সঙ্গে বর্ণনা করেছেন।  যেমন – “ প্রত্যেক ক্লাসের প্রত্যেক বালকের প্রতি সমান তদারক হইত না – ভারি ভারি বহি পরিবার অগ্রে সহজ সহজ বহি ভাল রূপে বুঝিতে পারে কিনা। তাহার অনুসন্ধান হইতো না… ।” 

বিশেষত্ব

  • উপন্যাসটিতে প্রথম চলিত-ঘেঁষা আধা-সাধুভাষার পরিচয় রয়েছে।
  • মধ্যবিত্ত জীবনের চরিত্র যেমন বাবুরাম বাবু, ঠকচাচা,বাঞ্ছারাম,মতিলাল প্রভূতি ব্যক্তি-বৈশিষ্ট্য আমাদের মুগ্ধ করে। 
  • অষ্টাদশ শতকের শেষ দিকে নাগর জীবনের উচ্ছৃঙ্খলতা ও অধ:পতিত সমাজের চিত্রই প্যারীচাঁদ এই গ্রন্থে অঙ্কন করেছেন। 
  • নীতিকথা প্রচারে করতে লেখক বরদা বাবু, রামলাল ও বেণী বাবু প্রভূতি প্রতীকী চরিত্রগুলি চরিত্র গুলির অবতারণা করেছেন। 
  • ভাষারীতি :     মধুসূদন আলালি ভাষার প্রশংসা করে বলেছেন – “তিনি প্রথম দেখাইলেন যে, সাহিত্যের দ্বারা বাঙ্গালাদেশকে উন্নত করিতে হয়,  তবে বাঙ্গালা দেশের কথা লইয়াই সাহিত্য করিতে হইবে। ” 
আরো পড়ুন--  ঐতিহাসিক উপন্যাস 1857, ভূদেব মুখোপাধ্যায়

ভাষারীতির নমুনা

“ বাবুরাম বাবু চৌগোপপা – নাকে তিলক– কস্তা পেরে ধুতি পরা – ফুল পুকুরে জুতা পায় –উদারটি গনেশের মতো – কোচান চাদর খানি কাঁধে –একগাল পান – ইতস্তত : বেড়াইয়া চাকরকে বলেছেন, –‘ওরে হরে!  শীঘ্র বালি যাইতে হইবে, দুই চার পয়সার একখানা চলতি পানসি ভাড়া কর তো ’।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!