Menu

ইউসুফ জোলেখা কাব্য, শাহ মুহম্মদ সগীর

ইউসুফ জোলেখা কাব্য : মধ্যযুগের ইসালামী সাহিত্যের প্রণয়োপাখ্যান হিসেবে ‘ইউসুফ জোলেখা’ কাব্যটির আবেদন কোনো অংশে কম নয়।

ইউসুফ জোলেখা কাব্য, শাহ মুহম্মদ সগীর

রোমান্টিক প্রণয়ন মূলক কাহিনী কাব্য। 

নায়ক ইউসুফ ও নায়িকা জোলেখার প্রণয় কাহিনী হল কাব্যের উপজীব্য বিষয়। এছাড়া ইউসুফকে লাভ করার জন্য প্রেমিকা জোলেখার আজীবন প্রয়াসের ইতিহাস ও কাহিনীতে বর্ণিত। কাব্যটিতে সুফী তত্ত্বের প্রভাব থাকলেও দুই মর্ত্য মানব মানবীর ( ইউসুফ, জোলেখা)  প্রেমই প্রাধান্য লাভ করেছে। 

ইউসুফ-জোলেখা কাব্যটি শুরু হয়েছে ‘আল্লাহ ও রসুল বন্দনা’, ‘মাতা পিতা ও গুরুজন বন্দনা’, ‘রাজপ্রশস্তি’ ও  ‘পুস্তক রচনার কথা’ দিয়ে। যেমন, ‘আল্লাহ ও রসুল বন্দনা’ অংশে কবি লিখেছেন :

আরো পড়ুন--  বৃন্দাবন দাস, কবি পরিচয়, চৈতন্যভাগবত কাব্যের পরিচয়

মোহাম্মদ ছগির দাসকদাস তান। 

তাহা হোহস্ত ‘বাড়’ ভাগ্য মোক নাহি আন।। 

কিংবা,  ‘মাতাপিতা ও গুরুজন বন্দনা’ অংশে কবি জানিয়েছেন, 

ন খাই খাওয়ার পিতা ন পরি পরাএ

কত দুঃখে এক এক বছর গোঞাএ।। 

কাব্যটির বহিরঙ্গে রয়েছে সুখ -দুঃখ, বিরহ – মিলনেট ছবি আর অন্তরঙ্গে উদার সুফিধর্মের ‘ আসীক – মাশোক ’ তও্ব বা জীবাত্মা – পরমাত্মার ভক্তির তত্ত্ব রয়েছে। 

শ্রীকৃষ্ণকীর্তনের রাধা ও কৃষ্ণের মতো জোলেখা ‘ আসীক’ বা জীবাত্মা প্রতীক এবং ইউসুফ ‘মাশোক’ বা  পরমাত্মার প্রতীক। 

চরিত্র চিত্রনের সাগীর কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ইউসুফের নৈতিকতা বাস্তব বুদ্ধি, প্রলোভন জয় করার ক্ষমতা, ঈশ্বর ভক্তি, পিতৃভক্তি ও ভাতৃস্নেহ ও প্রভূতি বৈশিষ্ট্য লক্ষণীয় । 

আরো পড়ুন--  কৃত্তিবাসের আবির্ভাব কাল, টীকা

জোলেখা এমন এক চরিত্র যে ধর্মবোধকে স্বীকার করে নিও মানবিক আদর্শে পূর্ণ বিকাশিত হয়েছে। কবি বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি ও বাস্তবতাবোধ দিয়ে জোলেখা চরিত্রকে চিত্রিত করেছেন। সে সুন্দরী, প্রগলভা,বুদ্ধিমতী, চপলা এবং যুবতী। 

প্রাকৃত ভাষা বা মৈথিলী ভাষার প্রভাবে ষ>খ তে রূপান্তরিত।  যেমন : বিষ >বিখ,নিমেষ>নিমেখ,ঔষধ > ঔখদ, পুরুষ >পুরুখ প্রভুতি। 

এই কাব্য বিভিন্ন রাগের নাম উল্লেখ করা হয়েছে। যেমন – মালসী, ধানসী,ভাটিয়াল,পাটমঞ্জুরী প্রভৃতি। 

পয়ার, এিপদী ছন্দকেই কবি কাব্য বেশি ব্যবহার করেছেন। যেমন : পয়ার ছন্দ—-

পশ্চিম দিকের রাজা / আছিল   প্রাধান। ৮/৬

নৃপতি তৈমুছ নামে /ইন্দ্রের সমান। ৮/৬

  • অলংকার ব্যবহারে কবি সগীর-এর পান্ডিত্য প্রকাশিত হয়েছে। যেমন–

    যুগল নয়ন জ্যোতি চন্দ্র সূর্য তুল। 

আরো পড়ুন--  শ্রীকৃষ্ণকীর্তন কাব্য পৌরাণিক প্রভাব

    জগৎ জিনিআ আঁখি বিশাল বিপুল। 

  • মুহম্মদ সগীর বাইবেল,কোরাণ থেকে কাহিনি চয়ন করলেও বাংলার প্রকৃতি পরিবেশ ও সমাজ বর্ণনায় বাস্তবতার পরিচয় রেখেছেন। 
  • ‘জোলেখার বারমাসী’ অংশে প্রকৃতি ও মানব মনস্তত্ব মিশে গিয়েছে। যেমন, 

নানা বর্ণ ফলবর্গ  জেহেন নক্ষত্র স্বর্গ কনক কটোরা মধুপুর। 

তরুসব সুচরিত  জীবন্ত হরষিত বিরহিণী হেরি কাম ভোর।। 

  • মধ্যযুগের গতানুগতিক দেববাদভিওিক বাংলা সাহিত্য সগীরের ‘ইউসুফ -জোলেখা ’ মানব-মানবীর রোমান্টিক প্রেম কাব্য হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!