Menu

ঐতিহাসিক উপন্যাস 1857, ভূদেব মুখোপাধ্যায়

ঐতিহাসিক উপন্যাস 1857 : ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনির সংকলন। দুটি কাহিনির সংকলন এই গ্রন্থটি।

ঐতিহাসিক উপন্যাস 1857, ভূদেব মুখোপাধ্যায়


[ক] ঐতিহাসিক উপন্যাস সংকলনের রচয়িতা ভূদেব মুখোপাধ্যায়। 

[খ] প্রকৃতি = উপন্যাস। 

[গ] ইতিহাসকে অবলম্বন করে ঐতিহাসিক কাহিনীর ওপর ভিত্তি করে আলোচ্য উপন্যাসটি রচিত। 

[ঘ] কণ্টারের লেখা ঐতিহাসিক গাল-গল্প সম্মলিত ‘Romance of History’-এর কাহিনীর উপর ভিত্তি করে উপন্যাসটি রচিত। 

আরো পড়ুন--  শনিবারের চিঠি 1924

[ঙ] উপন্যাসটি দুটি গল্পের সমষ্টি। প্রথমটি হল —‘ সফল স্বপ্ন’ এবং দ্বিতীয়টি ‘অঙ্গুরিয় বিনিময় ’।

[চ] বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’র উপর ‘অঙ্গুরীয় বিনিময়ের প্রভাব পড়েছিল। 

[ছ] উপন্যাসটি ঐতিহাসিক রোমান্সজাতীয় সংক্ষিপ্ত রচনার সংকলন। 

[জ] ‘অঙ্গুরীয় বিনিময়’ আখ্যানটি পূর্ণাঙ্গ ও উপন্যাসের লক্ষণাক্রান্ত। 

[ঝ] আখ্যানটির ভাষা বিদ্যাসাগরের বর্ণনাত্মক গদ্যের অনুবর্তী। 

[ঞ] সামাজিক নকশার সূচনা যেমন প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ তেমনি বাংলা সাহিত্যের ঐতিহাসিক উপন্যাসের সূচনা হয়েছে ভূদেব মুখোপাধ্যায়ের ‘অঙ্গুরীয় বিনিময়’ আখ্যানের মধ্য দিয়ে। 

আরো পড়ুন--  অন্নদামঙ্গল ১৭৫১ খ্রি.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!