Menu

অশ্রুকণা ১৮৮৭ খ্রি

অশ্রুকণা (১৮৮৭ খ্রিঃ)

কবি = গিরীন্দ্রমোহিনী দাসী।

প্রকৃতি = কাব্যগ্রন্থ (শোককাব্য)।

মূল বিষয় = স্বামী ও পুত্র-কন্যাদের নিয়ে পারিবারিক জীবন এবং সেই মধুর জীবনের চিত্রই আলোচা কাব্যের বিষয়।

বিশেষ দিক

= ‘অশ্রুকণা’ কাব্যে রয়েছে নিঃসঙ্গতা অনুভব।

= আলোচ্য কাব্যের অন্তর্গত কবিতাগুলি নির্বাচন করেন অক্ষয় কুমার বড়াল।

= কাব্য-সুষমাবর্জিত কবিতাগুলি আধুনিক পাঠকের হৃদয় স্পর্শ করে।

= ব্যক্তিগত বিষণ্ণ জীবন ও ঘরোয়া ভাব তথা বাঙালি গৃহবধূর পরিচয় তাঁর কাব্যের মধ্যে প্রতিফলিত।

আরো পড়ুন--  শনিবারের চিঠি ১৯২৪

= তাঁর কাব্যে ব্যক্তিগত ভাবনা বিশ্বজনীন রূপ লাভ করেছে।

= গিরীন্দ্রমোহিনীর সঙ্গে স্বর্ণকুমারী দেবীর ঘনিষ্ঠতা থাকায় তাঁর কাব্যগুলিতে রবীন্দ্রপ্রভাব বর্তমান।

= আলোচ্য শোককাব্যটি গিরীন্দ্রমোহিনীর স্বামীর মৃত্যুর পর রচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!