ইছামতী 1950 : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত অতি পরিচিত একটি উপন্যাস হলো ইছামতী। প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত উপন্যাস।
Table of Contents
ইছামতি 1950 (১৯৫০ খ্রি:), উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য একটি মহাকাব্যিক উপন্যাস।
বিশেষ দিক
- প্রকৃতি প্রেম, জীবনের প্রতি অনুরাগ আর গভীর ঈশ্বরপ্রেম – এই তিন মূল উপাদানের সমন্বয়ে সৃষ্টি হয়েছে উপন্যাসটি। এছাড়া সুন্দরী ইছামতির কূলে সুন্দরে আসুন্দারে মিশ্রিত যে ঘটমান জীবননাট্য তা-ই চিত্রিত হয়েছে উপন্যাসটিতে।
- বিংশ শতকের প্রথমার্ধের ইছামতি নদী শাসিত গ্রাম বাংলার এক সার্থক চিত্র উপন্যাসে লিপিবদ্ধ।
- বিভূতিভূষণ খেলাৎ ঘোষ জমিদারি-ভুক্ত কমলা কুন্ডুর কলিয়াতে ঠান্ডা জলে স্নান করার সময় ইছামতির তীরে তো আর মানুষদের নিয়ে উপন্যাস লেখেন, নাম দেন ‘ইছামতি ’।
- কবি স্বয়ং জানিয়েছেন যে, ইছামতি ও সন্নিহিত গ্রামপ্রকৃতি তার প্রেরণাদাএী।
- উপন্যাসের সূচনায় লেখক সাধারণ মানুষের সুখ দুঃখের অলিখিত ইতিহাস লিখেছেন। সেই ইতিহাস রাজরাজড়াদের বিজয় কাহিনী নয়, তা জাতীয় ইতিহাস, মূক জনগণের ইতিহাস।
- উপন্যাসের নায়ক ভবানী বাড়ুয্যের ঈশ্বর বিশ্বাস ও প্রকৃতি মুগ্ধতার উৎস স্বয়ং লেখক।
- মধ্যবিত্ত চরিত্র চিত্রনে বিভূতিভূষণের নৈপুণ্য স্বীকার্য। কারণ সে নৈপূণ্য সমধিক প্রকাশিত বিষয়ী মানুষের চিত্রাঙ্কনে নয়, ঈশ্বরব্যাকুল সরল প্রকৃতি মুগ্ধ মানুষের চিত্রাঙ্কণে।
- ‘পথের পাঁচালী’র প্রকৃতি প্রেম থেকে ‘ইছামতী’র অধ্যাত্ম প্রেম – এই সুদীর্ঘ পথ বিভূতিভূষণ অতিক্রম করেছেন বহু ঘটনার সাক্ষী হয়ে। যেমন – পরিব্রাজক থেকে গৃহী হয়েছে ভবানী, তিলু-বিলু-নীর – তিন বোনকে বিবাহ করে ভবানী সংসারী হয়েছে ইত্যাদি।
- বিভূতিভূষণ এক অধ্যাত্ম বিশ্বাসী আদর্শবাদী শিল্পী, যিনি প্রকৃতি মুগ্ধতায় এবং গ্রাম জীবন ও পারিবারিক জীবনের সারল্য বিশ্বাস করেন – ‘ইছামতি’ সে বিশ্বাসের উজ্জ্বল দৃষ্টান্ত।