Menu

আলমগীর নাটক 1921, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ

Last Update : August 6, 2024

আলমগীর নাটক 1921 : ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের শ্রেষ্ঠ নাটক ‘আলমগীর’। এই নাটক সম্পর্কিত টীকা সন্নিবেশিত হলো।

আলমগীর নাটক 1921, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ


  • নাটকের প্রকৃতি : ঐতিহাসিক নাটক। 

নাটকের বিষয়বস্তু

  • নাট্যকার হিন্দু-মুসলমান ঐক্যের আদর্শকে মূর্ত করে তুলবার প্রেরণায় যথেচ্ছভাবে ঘটনাবিন্যাস করেছেন, মহারাণী মীরাবাঈ-এর মেবার ত্যাগ করে রূপনগরে উপস্থিতি, ভীমসিংহ-জয়সিংহের মহাশত্রু ঔরঙ্গজেবের সম্মুখে গমন প্রভুতি ঐতিহাসিক ঘটনায় আলোচ্য নাটকের বিষয়বস্তু।
  • নাটকটি ‘ক্ষীরোদপ্রসাদের কীর্তির বিজয় বৈজয়ন্তী’। 
আরো পড়ুন--  উইলিয়াম কেরি (১৭৬১ - ১৮৩৪)

নাটকের বিশেষত্ব

  1. ঔরঙ্গজেব  চরিত্রের দ্বিধাদীর্ণ ব্যক্তিত্ব চিত্রণে নাট্যকার বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। 
  2. ঔরঙ্গজেব চরিত্রে শিশিরকুমার ভাদুড়ীর অসাধারণ অভিনয় নৈপুণ্যে নাটকখানি বঙ্গবাসীর হৃদয়ে অম্লান ভাবে মুদ্রিত হয়ে রয়েছে। 
  3. নাটকটির সঙ্গে বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’ উপন্যাসের সাদৃশ্য রয়েছে। 
  4. ক্ষীরোদপ্রসাদের আলমগীর এক অপূর্ব চরিত্র। তিনি প্রচন্ড ক্ষমতাশালী অথচ নিতান্ত দুর্বল। 
  5. নাটকের মধ্য আলমগীর-উদিপুরী ও রাজসিংহ-ভীমসিংহ-জয়সিংহের কাহিনী পরস্পরের সঙ্গে মিলিতভাবে অগ্রসর হয়েছে। 
  6. চরিত্রের উপস্থাপনা, বিভিন্ন ঘটনা ও পরিবেশ রচনাতে নাট্যকার দ্বিজেন্দ্রলালের অনুকরণ করেছেন। 
  7. সর্বোপরি, ঐতিহাসিক ঘটনাবলীকে নাটকীয় প্রয়োজনে পুঞ্জিত করে তোলার সহজ দক্ষতা ক্ষীরোদপ্রসাদের ছিল। 
আরো পড়ুন--  আরণ্যক 1939, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!