Menu

সম্বাদ কৌমুদী ১৮২১

Last Update : December 25, 2021

সম্বাদ কৌমুদী ১৮২১

 
 
 
 
প্রকাশকাল/আবির্ভাব : 
সমাচার দর্পণে প্রায়ই হিন্দুধর্ম ও সমাজকে অকারণে গালিগালাজ করা হত। এর প্রতিবিধান করবার জন্য ১৮২১ সালের ৪ঠা ডিসেম্বর রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ‘সম্বাদ কৌমুদী’ পত্রিকাটি প্রকাশ করে ‘সমাচার দর্পণে’ প্রকাশিত মিশনারীদের হিন্দুধর্মের প্রতি আক্রমণের যথোপযুক্ত জবাব দেন।
 
সম্পাদক/পরিচিতি : 
সম্বাদ কৌমুদীর প্রথম সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা। 
 
পত্রিকা প্রকাশের উদ্দেশ্য : 
লোকহিত সাধনই ছিল এই সংবাদপত্র প্রচারের প্রধান লক্ষ্য। সম্বাদ কৌমুদী প্রগতি ও যুক্তিমার্গ অবলম্বন করেছিল।
 
লেখকগোষ্ঠী: 
রামমোহন রায়, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচাঁদ দত্ত। 
 
অবদান/গুরুত্ব :
উনিশ শতকীয় রেনেশাঁসের প্রথম পুরোধা রামমোহন রায় এই পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে তাঁর উদার দৃষ্টিভঙ্গি এবং যুক্তিনিষ্ঠ মনের দ্বারা একদিকে প্রাচীনপন্থী পণ্ডিতদের অন্ধ কুসংস্কারের তীব্র সমালোচনা করতে লাগলেন এবং অপরদিকে শাস্ত্ৰ ব্যাখ্যার দ্বারা শ্রীরামপুরের পাদ্রীদের সঙ্গে বিতর্ক শুরু করলেন। এদিক থেকে সম্বাদ কৌমুদী পত্রিকা খুবই উল্লেখযোগ্য। বিশেষ করে সমাচার দর্পণের হিন্দু-বিরোধী অপপ্রচার রোধ করবার জন্য এর ভূমিকা অনস্বীকার্য।
 
 
 
 
 
 
 
 
 
 
 
সাহায্য : দেবেশকুমার আচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!