Menu

মাসিক পত্রিকা 1854

Last Update : April 28, 2024

মাসিক পত্রিকা ১৮৫৪

 

প্রকাশকাল/আবির্ভাব

১৮৫৪ সালের ১৬ই আগস্ট ‘মাসিক পত্রিকা’র আত্মপ্রকাশ। 

সম্পাদক/পরিচিতি

রাধানাথ শিকদার ও প্যারীচাঁদ মিত্র-র উদ্যোগে কলকাতায় মাসিক পত্রিকা নামে ক্ষুদ্র পত্রিকা প্রকাশিত হয়।

লক্ষ্য/উদ্দেশ্য

‘মাসিক পত্রিকার প্রধান লক্ষ্য ছিল ভাষাকে সংস্কৃত আনুগত্য থেকে মুক্ত করা, স্ত্রী সমাজ ও বালকদের বোধগম্য করে তোলা। এছাড়া রাধানাথ সহজ সরল বাংলা ভাষার পক্ষপাতী। অক্ষয়কুমারের গদ্য ভাষা ও বিদ্যাসাগরী ভাষা তাঁর পছন্দ ছিল না। অন্যদিকে রাধানাথ প্যারীচাঁদকে অনুপ্রাণিত করেন মহিলাদের বোধগম্য ভাষায় বাংলা লিখতে। তাই শিবনাথ শাস্ত্রী লিখেছেন—“সরল স্ত্রীপাঠ্য ভাষাতে বাঙ্গালা লেখা রাধানাথের একটি বাতিকের মত হইয়া উঠিয়াছিল।” 

আরো পড়ুন--  কল্লোল পত্রিকা 1923

লেখকগোষ্ঠী

রাধানাথ শিকদার, প্যারীচাঁদ মিত্র প্রমুখ।

 

অবদান/গুরুত্ব

(ক) মাসিক পত্রিকার সঙ্গে প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুরের “আলালের ঘরের দুলাল’ (১৮৫৮ খ্রিঃ) উপন্যাসধর্মী রচনার সাদৃশ্য রয়েছে। 

(খ) মাসিক পত্রিকার সংখ্যায় ‘আলালের ঘরের দুলাল’ প্রকাশিত হয়েছিল। 

(গ) বাংলা সাহিত্যের আখ্যানধর্মী রচনার সূত্রপাতও ‘মাসিক পত্রিকা’র মাধ্যমে।

(ঘ) মহিলাদের সুখপাঠ্য মাসিক কাগজ হিসাবে ‘মাসিক পত্রিকা’র অবদান অগ্রগণ্য। 

আরো পড়ুন--  ভক্তিরসামৃতসিন্ধু, শ্রীরূপ গোস্বামী

(ঙ) স্ত্রীলোক এবং শিশুদের শিক্ষাদান ও সমস্যা সম্পর্কে প্রথম আলোচনার সূচনা করে এই পত্রিকা। 

(চ) ব্রাহ্ম ধর্মের আদর্শ, সুশিক্ষা ও সুনীতি প্রচারের ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা সমকালীন সমাজ ও সংস্কৃতিতে স্মরণীয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!