Menu

সমাচার চন্দ্রিকা 1822

Last Update : April 28, 2024

সমাচার চন্দ্রিকা ১৮২২

 

প্রকাশকাল/আবির্ভাব

রামমোহনের হিন্দুধর্ম ও সমাজ সম্বন্ধে অতিশয় আধুনিক ও প্রগতিশীল মতের সঙ্গে কিছু রক্ষণশীল স্বভাব ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তাল মিলিয়ে চলতে না পারার ফলে দু’জনের মতভেদ হয়ে গেল। রামমোহনের সঙ্গ এবং ‘সম্বাদ কৌমুদী’র সংস্পর্শ ত্যাগ করে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ১৮২২ সালে ‘সমাচার চন্দ্রিকা নামে সুপ্রসিদ্ধ পত্রিকা বার করেন। 

আরো পড়ুন--  অশনি সংকেত ১৯৫৯ খ্রি.

সম্পাদক/পরিচিতি

‘সমাচার চন্দ্রিকা’ সাপ্তাহিক পত্রিকা এবং এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পত্রিকাটি রক্ষণশীল সমাজে বিশেষ স্থান অধিকার করেছিল। এদিক থেকে রামমোহন বিরোধী আন্দোলনের পুরোধা ছিলেন ভবানীচরণ। তাঁর প্রতিভাও ছিল অনস্বীকার্য।

পত্রিকা প্রকাশের উদ্দেশ্য

প্রধানত ‘সম্বাদ কৌমুদী’র সতীদাহ নিবারণ চেষ্টার বিরোধিতা করবার জন্যই।

অবদান/গুরুত্ব

পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা এবং হিন্দু ধর্মসভার মুখপাত্র। এই পত্রিকা ও পত্রিকার সম্পাদক রক্ষণশীল গোঁড়া হিন্দুদের মনোভাবের পোষকতা করতেন বলে এই পত্রিকা সে-সময়ে জনপ্রিয়তা লাভ করেছিল। ভবানীচরণের গোঁড়ামি সমর্থনযোগ্য না হলেও তাঁর সাংবাদিক নিষ্ঠা এবং রসজ্ঞ জীবনদৃষ্টি ও মননশীলতা নবযুগ উন্মেষের সেই প্রথম লগ্নে এক বিস্ময়ের বস্তু ছিল।

আরো পড়ুন--  সমাচার দর্পণ 1818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!