Menu

অগ্নিবীণা ১৯২২ খ্রি.

অগ্নিবীণা (১৯২২ খ্রি.)

কবি = কাজী নজরুল ইসলাম।

প্রকৃতি = কাব্যগ্রন্থ।

মূল বিষয় = বিংশ শতকের প্রথম দুই দশকে ভারতবর্ষে নতুন জীবন, নতুন সম্ভাবনার অভিব্যক্তি ও দেশাত্মবোধ এই কাব্যগ্রন্থের কবিতাগুলিতে প্রকাশিত।

বৈশিষ্ট্য ও বিশেষ কথা

= ‘অগ্নিবীণা’ নজরুলের প্রথম ও প্রধান কাব্যগ্রন্থ।

= নজরুলের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা এই কাব্যের অন্তর্গত।

= গ্রন্থটিতে মোট বারটি (১২টি) কবিতা আছে।

আরো পড়ুন--  শনিবারের চিঠি ১৯২৪

= কবি নজরুল ‘অগ্নিবীণা’ গ্রন্থটির নাম রেখেছিলেন রবীন্দ্রনাথের গানের একটি চরণের অনুপ্রেরণায়। যেমন—’অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে।

= ‘বিদ্রোহী’ কবিতার মাধ্যমে তিনি এই কাব্যে জনপ্রিয়তা লাভ করেন।

= অসহযোগ ও খিলাফৎ আন্দোলন সম্বন্ধে তাঁর মনোভাব এই কাব্যে লক্ষ্য করা যায়।

= কাব্যগ্রন্থটির দ্বারা কবি ভারতে হিন্দু ও মুসলমানের মধ্যে দেশপ্রেমের উদ্দীপনা সঞ্চার করতে চেয়েছেন।

আরো পড়ুন--  সম্বাদ কৌমুদী ১৮২১

= কাব্যটির ভাষা শাণিত, বেগবান, সহজ, সরল ও বিষয়োপযোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: সংরক্ষিত !!